দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ মঙ্গলবার

দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ মঙ্গলবার

দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ মঙ্গলবার
দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ মঙ্গলবার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ইতোমধ্যে চার  ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে এ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (৩০ এপ্রিল)।

ইসির কর্মকর্তারা জানান,দ্বিতীয় মোট ১৬০ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এ ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় ১৬০ উপজেলা ভোটে দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন। বাছাই-আপিল শেষ হওয়ায় বৈধ প্রার্থীদের কেউ নির্বাচন থেকে সরে যেতে চাইলে মঙ্গলবারই তার শেষ সময়।

এই ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি যেখানে সেখানে একাধিক সহকারি রিটার্নিং অফিসার নিয়োজিত রয়েছেন।

তফসিল অনুযায়ী, চুড়ান্ত প্রার্থীদের মাঝে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ২ মে। আর ভোটগ্রহণ হবে ২১ মে।
নির্বাচন কমিশন এবার চার ধাপে উপজেলা নির্বাচন করছে। প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮মে। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২ টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দু’টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2024 Daily Provati
Design BY NewsTheme